আনন্দ সংবাদ!
আনন্দ সংবাদ!
আনন্দ সংবাদ!


বর্তমানে আনন্দ সংবাদ এই যে, সংবাদ
আজকাল বিক্রিত ও বিকৃত হচ্ছে  কিলো দরে,
মোরে মোরে, এ রাজ্যের ঘরে ঘরে ও দোরে দোরে!


টিং টং শব্দ করে সকালে হাজির সংবাদ প্রতিদিন,
বিশুদ্ধ ১০০ শতাংশ বিক্রিত (বিকৃত) খবর
ও ভয়ঙ্কর তার পরিবেশনা ও বিকৃত পর্যালোচনা,
করে দেবে তোমায় তেনাদের ভাবনার ক্রীতদাস।
গুরু খবরকে করিবে লঘু, আবার উল্টোটাও,
সারাদিন তুমি ভেবে ভেবে নার্ভাস।
সাবাস! সাবাস!  


সংবাদের বিশ্লেষণ ও তার অসাধু পরিবেশন
কোন সাংবাদিকতার মধ্যে পরে?
আসলে তার জন্য যে কাড়িকাড়ি টাকা আসে ঘরে,
বিশেষ সুবিধাও পাওয়া যায় সফরে।  


ওনাদের বাজারে আনন্দ
না আনন্দের বাজার? বোঝা দায়,
চিন্তা ভাবনাকে দিতে হ বে ওনাদের সায়,
তা না হলে টেকা হবে দায়,
সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য
করা ওনাদের কাজ,
কোন কিছুতেই নেই ওনাদের লাজ,
তবেই না সংবিধানের চতুর্থ স্তম্ভ দোহায়ে আজ   চতুরতার সাথে করছেন অর্থ উপার্জন,


মানুষ কে বোকা বানিয়ে ওনারা হয়েছেন কি তৃপ্ত?
সত্যি সেলুকাস এই বঙ্গভূমি অতি বিচিত্র!