আদর্শ যখন মতাদর্শের ভাগিদারী হয়,
জন্ম নেয় অটলবিহারী,অদম্য প্রত্যয়।
স্থীর সাহসী জেদি এক মহাপুরুষ জানি,
ছলচাতুরী ছাড়া শেখান রাজনীতির বানী।
শত্রুদেরও মনজয়ে ছিলেন সর্বত্যাগী,
লোভ লালসা মোহ জয়ী ছিলেন মহাযোগী।
ভারতকে বিশ্ব দরবারে করেছ তুমি উন্নত,
তাইত ভারতবাসী তোমাতে বরান্বিত।
আজি এপ্রভাতে লহ প্রনাম, হে অতন্দ্র সারথি,
দীর্ঘ জীবন কামনায় ভারতের শত নর-নারী।
দল নির্বিশেষে আজ সবার প্রার্থনা,
সুস্থতা হোক  তরান্বিত এটাই কামনা।
আপোষ কোন দিন ক রেননি অন্যয়ের সাথে,
নিজেকে জড়াননি মিথ্যা অপবাদে।
পক্ষান্তরে করেছেন নিসচুপ বিদ্রোহ,
অনভিপ্রেত হয়ে দেখাননি আগ্রহ।
একটি কথা মনের ভিতরে তাই ছটফট করে,
উপযুক্ত মর্যাদা কেন দিস না ওনারে?