এ আবার কি এমন কথা,
পালঘরের সাধু,
পিটিয়ে মেরেছে কারা যেন,
থেতলে মাথাকে করেছে ছাতু।


এ আবার কি এমন কথা,
আমাকে দিতে হবে ধ্যান,
নতুন ওই বইয়ের পাতায়,
মাছির ভ্যান ভ্যান।


এ আবার কি এমন কথা,
মরেছে কিনা দুটো সাধু,
তার জন্য আমাকে ভাবতে,
বাধ্য নাকি চান্দু।  


বরং আমি মিশে থাকি,
শাসক দলের বয়ানে,
গর্জে উঠি বলতে পারি,
ত্রিশূলের অপমানে।  


বিবেকের কাছে জলাঞ্জলি
মস্তিকের চাল চেলে,
জিতে গেছি শহুরে কেতায়
পানঘরের উচ্চরোলে।


এটাই তো কবি সত্তা,
কবিত্বের প্রকাশ,
জলাঞ্জলি দিয়েছি মন,
কাদে মনের লাশ।


বিকিয়েছি নিজেকে বাজারে
নিস্তব্ধতার নেই বিরাজ।
পালঘরের সাধু পেটানো
সমর্থন-ই আমার কাজ।