সন্দেহের ভুত ,সম্পর্কের ক্ষতি,
নিজে নিশ্চিত না হলে, উচাটন মতি।
এ এমন ভুত যায় না সহজে,
বোঝে না মন, না লাগে কোন কাজে।
অবুঝ মন, এটা বোঝে না,
সেটাই হবে যা আছে লেখা।
অতিরিক্ত সন্দেহ কভু ভালো নয়,
তাতে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।
কিন্তু সন্দেহের মধ্যে নিহিত ভালবাসা,
প্রিয় কে না হারানোর অব্যক্ত আশা,
এ কথাটি কজন বুঝতে পারে,
উল্টে সন্দেহবাতিক বলে তির্যক করে।