তুমি কিনা সুবোধ কবি, কবিতা তোমার জাত,
কবি বলে দিলে সবাই 'সাবাস' বহুবার।
কোথায় তোমার লেখনীতে পুলয়ামা পেল প্রকাশ?
কোথায় তোমার চিন্তাতে স্বাধীনতার বিকাশ?


কিছুদিন আগে "ফিরোজা"তে ম ন ভ রে ছিল,
তবে আজ কেন তোমার কন্ঠ শাসকে ধার নিল?
চিন্তা য খ ন বিক্রিত হ য় অ র্থ লোভের ত রে,
সবার কাছে লজ্জিত হয়,পুলয়ামার ঘটনাচলে।


সুবোধ তুমি অবোধ নও,যদিনা শ্রীজৃত তোমার মন,
তোল তুমি হুঙ্কার, না হয় আর সহন,
কেন তোমায় তাবেদার বলবে দেশময়,
লেখনীতে রনদামামা, প্রকাশ বিদ্রোহী সময়।


কি অপরাধে ব ল তে পারো এতগুলো প্রান গেল,
তাদের পরিবার দুঃক্ষ ছাড়া কি আর পেল,
সারাজীবন স ই তে হবে অপূরনীয় ক্ষতি
এটুকু বোধ নিশ্চয় তোমার উদয় মতি!