রূপ আর রূপকের বরাবর বাড়াবাড়ি ,
সে আর আমাতে তাইতো আড়ি,
মানের শেষে অভিমানের পালা,
মিটেও মেটেনা মনের জ্বালা।
অনতি দূরে থেকে বিলাপ করে,
মান ছেড়ে অভিমানে রাঙ্গা মুখ করে।
বিরূপ আমার রূপকের কাছে,
সে মনে পড়ে মাঝে মাঝে।