গাত্রঘ্রান যেন আজো লেগে আছে আমার জরুলের সাথে,
অন্তরসে জারিত আমার পানি, মুখমণ্ডল এমনকি স্বাদেন্দ্রিয়,
স্বপ্নে আমি বিভোর, যেন এইতো সেদিন আমরা রচিলাম মিথুনমূর্তি।
কল্পনার চেয়ে সুখস্মৃতি ভাল, স্মৃতিপটে রবে নিরবে।


স্মৃতি ছাড়া আর কি থাকবে যখন গান্ডিবে, উঠবে না ছিলা,
তোমারো ত্বক হবে মলীন, শরীর ধিলেধালা।
যৌবন সেদিন আর দেবে না আশকারা,
মৌস্রোত আর দেবে না তারা,
সেদিন থাকবে এইসব স্মৃতি,
যৌবন নেবে চিরন্তন বিরতি ।