দলবদলুদের তিরস্কার না করে করুন পুরস্কার,
তারাই তো দেখাল, রাজনীতিটা কতটা পরিস্কার।


আজ আমি লাল দলে কাল যাব নীলে এটাই তো রাজনীতির খেলা,
প্রতীকটা বদলাব, মিথ্যা যত বকে যাব, সঙ্গে নেব কিছু চ্যালা।


ভোটের আগে ঝগড়া লাগিয়ে আমি রব কিন্তু এসি-ঘরে,
বিধবা মায়ের একমাত্র ছেলেটা সেও পচে মরে শ্রীঘরে।


ভাসনের খপ্পরে মিথ্যার ইমারতে ছেলেটা যেই মারে ঠোকর,
পুলিশে ধরে তারে, উত্তম-মধ্যম, জীবনে কলঙ্কের আচোড়।


প্রতিকটা বুকে এটে, জ্বালাময়ী ভাসনের হোক তবে এবার অন্ত,
দলবদলু ছিল বলে সহজেই জানলাম, সব ছিল আসলে ষড়যন্ত্র।