অসুখী আমি নদীর এপাড়, কত সুখী তুমি ওপাড়ে।
বিমর্ষ থাকি সদায় আমি, না বুঝতে পারে নিজেরে।
কত না সুখী ওই বাসাতে নিজমনে স্বপ্ন বুনে,
এদিকে সম্পর্কে জটিলতা বেড়েচলেছে  রাত্র-দিনে।
নিবিড় সম্পর্ক দেখে মনে হিংসা হয়,
অলক্ষে তারি জন্য প্রেমের উদ্রেক হয়।
"অসুখী বড় অসুখী" এ এক রোগ,
সুখের সন্ধান করাই মনের বিয়োগ।
বুঝতে না পারে এ মন কোথা সুখ পায়,
সুখ পাখি যে বাধা আছে নিজেরই খাঁচায়।