তার যোগ্য উত্তরসুরী মোরা নই,
তার স্নেহ ধন্য তো দূরের কথা,
মোরা বাঙালীই আর কই?
শুধু অহেতুক বাগ্মী বাচালতা।


জাহির করাই মোদের মুখ্য কাজ,
সবই নাটক, ক্ষমতার দাসত্ব! তবু আছে লাজ?
রেহাই পেলেন কোথাই বিদ্যাসাগর,
এটাই কি ক্ষোভ? নাকি বঙ্গ জনতার আদর?


পরিচয় হয়েছিল সেই  বর্ন পরিচয়ে,
বাংলা ছিল একদিন সাহিত্যে বিশ্বসেরা,
সেই মানুষ আমাদের ঘরের কোনে,
আজকে করেন ঝুলের সাথে বোঝাপড়া।


আজ মুর্তি ভাঙল বলে,উচ্চ গ্রামে তাবেদারী,
সবই তো সাজানো নাটক, তাতে আবার জোরাজোরি!
ভোটের মাঝে তোমাকেও ছাড়ল কই "বিজ্ঞজন"!
জাহির করে হতে চান, ক্ষমতার স্নেহমন।