একটু না হয় করালে অপেক্ষা , তা বলে রাগ করবো না?
রাগ না করলে , তা তো কেউ ভাঁঙাবে না।


একটু না হয়, খারাপই ভাবলে , তা বলে খারাপ হবো না?
খারাপ না হলে, ভাল হবার সুযোগ পাবো না।


একটু না হয়, আমাকে নিয়ে হাসলে , আর হাসাব না?
না হাসালে যে করে মন কেমন, তা আমি পারব না।


একটু না হয় বোকাই ভাবলে, বোকামি করবো না?
বোকা হয়েও মন যায় জেতা,প্রমান তোমার এই কান্না।


একটু একটু করে না হয় নাই এলে , পেরিয়ে গেল বেলা,
আজ বোধ হয়, নাইবা হলো দেখা,
তবু নেই শেষ এই অপেক্ষার,
মরন নাই এই প্রেমাকাঙ্খার।