সকালের ঘুম ভেঙ্গে পুবের জানালায়
প্রথম সূর্যের দিকে তাকালে
দেখি তোমারইই মুখ,
বেলা দিপ্রহরে ক্লান্ত পথিকের মত অবসন্ন দেহ
কোনো পার্কের বেঞ্চিতে গাছের ছায়ায় শুয়ে তাকিয়ে সূর্যের দিকে
দেখি তোমারই মুখ ,
গোধুলির শেষ আবির রঙের মাঝে
দেখি তোমারই মুখ ,
ঝি ঝি ডাকা রাতে
জোনাকির মৃদু আলোতে
দেখি তোমারই মুখ,
কৃষ্ণ পক্ষের রাতে সুবিশাল আকাশে
নীহারিকায় দেখি তোমার মুখ ,
না তুমি চন্দ্র , না তুমি সূর্য , না  তুমি নিহারিকা
তুমি আমার ভালোবাসার স্মৃতি জাগানিয়া।