তোমার আঁচলে আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছি,
ঘুমের ঘোরের দুঃস্বপ্নের ভয়াবহতায় প্রথম চিৎকারে তোমার নাম
অনন্ত আঁধারে আলোকের সন্ধানে খুঁজি তোমার ঐ প্রিয়মুখের আলোকিত হাসি
কণ্টকময় এই পৃথিবী তুমি দেখালে তাই শত আঘাতেও ব্যথিত  হইনা, এত আশীর্বাদ রাশি রাশি।


অসীম একটা আকাশ আছে এই পৃথিবীর,অথৈ সমুদ্রের গভীরতা অতল
আত্মার  ঘূর্ণনে  মায়ার বন্ধনে ভালোবাসার শিকলে বন্দি সকল সৃষ্টি,
আমার সকল ভালোবাসা সকল বন্ধন সকল মায়ার শিকল তোমার আঁচল
মমতাময়ী!সকল বিশালতার ঊর্ধ্বের সৌরজগৎ অপেক্ষাও সুবিশাল তুমি।


বর্ণনায় এই অসীমের সীমারেখা কে টানিবে, আছে কার বিকৃতির স্বভাব
ভয়,জয় বিভিন্নতার মাঝখানে হেরে গেলেও তুমি প্রেরণায় ভাস্বর,
সকল হাসির জোয়ারে ভাসাব তোমায় কতবার করেছি অঙ্গীকার
হেরে যাই বারেবার,তুমি তো নিশ্চুপ,পৃথিবী যে আমারে করে ধিক্কার।