শাহজাহানের হৃদয় ভেদিয়া তুমি এলে
গড়েছিলে তাজমহলে বসবাস
হয়েছে সমাধিস্থ মমতাজ,
ঘটেনি তোমার বিলুপ্তি, তুমি যে নশ্বর বেদনা।।
টিনের চালে বৃষ্টি ঝরনা তুমি,
ক্রন্দনে যারে সাগরে ভাসালে নীল গগনে
তোমার তুলনা ছলনায় তুমি।
ইতিহাস তোমারই, কেবল তোমারই তরে
করেছ যে ঋণী এ ঘূর্ণি পৃথিবী
লভিয়াছে নর-নারী তোমা কোন আদিত্য তেজী বরে।
যায় যেথা ঝরে যায় জীবন
সেথায় কর প্রতিষ্ঠা জীবনের সঞ্চার,
তোমার আকুলতা,অর্থ শুধুই যে মরণ।
রাখিলে বেঁধে আমায় জননীর আঁচলে
যৌবন মোর মধুবন তোমার রূপে এক মানবীর আগমনে,
মস্তক কাঁপিয়া যখনই লুন্ঠিত হই আমি,তুমি ফিরে আস বারেবার পুত্র-কন্যা হয়ে।
সন্ধাতারায় আমি তোমায় দেখি,
ক্ষনপরে আবার আমারই কোলে
এই কাঠুরিয়ার পাথর বুকে তুমি নৃত্যারত কোমল কমলে।
আঁধার বুঝি নামল এবার এই আলোকে,ভাঙল বুঝি পাখির বাসা,
তোমাতেই ধরি এই কবিতায় বাজি
তুমি হে আবির্ভাব রহস্য, তুমি যে "ভালোবাসা"