আদিম খেলা তুমি বলিছ যারে
সে খেলাই আনিছে তোমা এ ভব মাঝারে।
আকাশজাত নও তুমি হে নারী
মিছেই কর ঘৃণা যারে বল ব্যাভিচারী।


দোষিলে পুরুষে বলি মাতে আদিম খেলায়
ভেবে বল, সঙ্গীহীনা এ খেলা কি কভু খেলা যায়?
তোমারে মাথায় করি রাখিবে যে সন্তান
ভুলিবে কেমনে সে রতনে পুরুষের অবদান।


নাশিয়া পুরুষের বংশ কেমনে ধরিবে হাল
থাকবে না কোন হর্ষ,কীসের মায়াজাল?
যদিবা ধর্ষকেরে দাও তুমি পুরুষের সম্মান
অলক্ষ্যে করিলে তব পিতৃত্বের অপমান।


নারী জাতি মাতৃকুল মস্তকে করি ধারণ
পিতৃকুল মহান অতি ত্যাজিবে কি কারণ?
আদিম খেলা যদি হয় অপরাধ,
পিতা-মাতা অপরাধী গাইব সাম্যবাদ।


হিংসা যদি কর তুমি শুধুই পুরুষে
নারী তব নাম নয় নেই বিশ্বকোষে।
একই অর্থে মাতে নর-নারী এ আদিম খেলায়
নব প্রানের নব বার্তার আবির্ভাব ঘটায়।



সম্মানিত কবি অপর্না পাল এর 'কামুক পুরুষ' কবিতার প্রতিউত্তর।