মন যে এক রহস্যের জাল
অথর্ব মাটির ঘরে বাঁধা চিরকাল।
এই সংসার এক দুঃখের সাগর, ভরা বেদনা
মন ভাসে, দেহ ভাসেনা।


দেহতত্ত্ব খন্ডনে করি আত্মসংযোগ
মন যদি কথা না কয়,দেহের যে বড় দুর্ভোগ।
অগ্নিশর্মা দেহ আর শীতলপাটির মন
জলের মৎস্য যেমন ডাঙায় করে রোদন।


মনে যদি থাকে কভু সূর্যসম তেজ
করিবে গিরিশ জয় কিবা দেহ নিস্তেজ।
হাজার বছর যেথা কর সাধনা
একাগ্র চিত্ত বিনে সাধন হবেনা।


মন আছে দেহ নেই,হে অভাগা তুমি নও ভিখারী
মনে মনে যাবে তুমি সাধের স্বপ্নপুরী।
হবে পুলকিত মন যেথা দেহ রবেনা
মন ভাসে, দেহ ভাসেনা।


অস্পর্শে হয় যদি মনের মিলন
তেজস্বী কলেবর কিবা প্রয়োজন।
দেহমন মিলে যদি হয় একাকার
স্বর্গসম সুখ আসে ভ্রমে একবার।