ঐ যে দেখ দিগন্তের শেষে মৃত্যু লেখা আছে
যাবে নাকি পাহাড়ের চূড়ায়? মৃত্যু দেখা যায়
মহাকাশ হেলে পড়ে যারে স্বাগত জানায়
কে তারে করবে জয়?নেই ভয়! মুষ্টিবদ্ধ গরম রক্ত হাঁকে পাছে।


না না ও যে মরণ,ও যে ভীষণ দাবানল!দুর্বল মাথা নাড়ে
ও যে বীভৎস মহাকাল,ও যে দুর্বার ঘাতকের নাম।
তারে বরণডালায় বরণ করে লও
তারে মস্তকে বসাও,তার মৃত্যুকূপে আত্মাহুতি দাও।


মুষ্টিবদ্ধ গরম রক্ত হাঁকে পাছে
মরণের সময় যে নেই আমার কাছে
তোমরা সবাই মরণের ডাকে সাড়া দাও
অমরত্বের ডাক কভু শুনতে না পাও।


মরণে তোমরা কাঁদতে জানো ভালো
তোমরা জাননা মৃত্যুঞ্জয়ী সুরের আলো
ধরণী মাঝে আপনারে খুঁজে,সাম্যের গান গাও
অমরত্ব ডাকে,আর তোমরা মরণের ডাকে সাড়া দাও।