কোথায় হারালে বিজয়ী তুমি,
ভাসালে আমায় প্রেমসাগরে
হাজার বছরের রুপকথা তুমি,
দংশিলে আমায় কোন অপরাধে?


অন্ধকারে ছিলাম আমি বেশ
তুমি আলোকিত তাই সপিলে আলোর রেশ,
আমরণ মরব আমি তব মিথ্যে হাসিতে
আফসোস যদি বারেক ভালোবাসতে।


আমিতো পথিক মাত্র,ক্লান্ত কলেবর
জলপানে করলে তৃপ্ত, নাই তেজ মম লভিবে যে বর।
দিগন্তের সন্ধানে বেরিয়েছিলাম,তুমি রুধিলে
আলোকিত হতে তুমি নিভালে,
লেবুচুরি করতে গিয়ে আমি সাইকেল হারালাম
এখন লেবুচুরিই আমার পেশা,জীবন তোমাকে দিলাম।