গল্প শুনবি,আমার জীবনের গল্প
পাঁচ বছর পর আমায় দেখতে এলি
ভালো  আছিরে,খুব না হলেও অল্প
তুই আছিস আজ,ওরা বলে আমি নাকি একা একা কথা বলি।


ডাক্তারগুলো খুব ডাকাত ভাই
খালি ট্রিটমেন্টের উপর ট্রিটমেন্ট চালায়
এত যে বলি ভালো হয়ে গেছি, আমি এখন মুক্তি চাই
জানিস, জানিস ওরা না ভালো মানুষকেও পাগল বানায়।


এই যে আমাকে দেখ একদম সুস্থ,একদম
আচ্ছা তুই বলতো আমি কি পাগল?
ওরা মিছে মিছি আমাকে মারে,খেতে দেয় খুব কম
আমি নাকি রোজ রাতে গান গাই আর বাঁধাই গন্ডগোল।


হা হা হা গান গাইলে গন্ডগোল হয় নাকি
সব দোষ তোর বাবার,অযথা এখানে দিয়ে গেল
সবগুলি পাগল বুঝলি,মেন্টাল আর কি
তোর বাবা আমার আপন কাকা হয়ে কেমনে পারল?


আপন মানুষ যদি পাগল কয়
ডাক্তারদের কি বলব,ওরা তো পর
আমি আর পাগল নেই রে,আর নেই ভয়
তোকে আর মারবোনা কোনদিন,এই হাত বাড়িয়েছি ধর।


পাগলা গারোদে আমার কেউ নেই ভাই,বড় একা
সারাদিন গীটার নিয়ে পড়ে থাকি,মায়ের দেয়া সেই গীটারটাই শুধু আছে
আমাকে নিয়ে যা!একি!চলে যাচ্ছিস যে বোকা
আচ্ছা যাচ্ছিস যা,মাকে বলিস আমার গীটারের একটা  তার ছিঁড়ে গেছে।