দাম্ভিকত্ব রূপসীর রূপের মাধুরী বাড়ায়
নিমিষেই করে সংহার পুরুষত্ব
অহংকার হরিণীর অলংকার হয়
অদূরে পাতিলের কালিতে লেখা থাকে মনুষ্যত্ব।


মাটির ঘরে ফাটল ধরে ,লোহায় ধরে জং
অক্ষয় বলে কোথাও কিছু নেই
সাদা রংয়ের চামড়া পেয়ে কেউ সেজেছে সং
পৃথীবির বয়সটাও বাড়ছেই।


প্রিয়তমা বলে যে দিল ঝাঁপ করব অগ্নিস্নান
নাকের ডগা তীক্ষ্ণ অতি যেন ছুরির ফলা
মরব ছুরিকাতে সহস্রবার যার ধ্যানজ্ঞান
মোক্ষলাভে সেই ভ্রমর অন্তর্ধ্যান,দৃশ্যে শুধু কলা।


কপোলের লাল পদ্ম আচমকা বিফল হলে
জেনে নিও সুদর্শনা এই ছিল উপসংহার
মেঘদূত ফিরে না এলে
পিঠাপুলির লোভে আর আসবেনা তুষার।