লালসায় চোখ থেমে যায় মমতার মাঝে
মদ্যপ তনু জুড়ায় সকাল সন্ধ্যা সাঁঝে
অনর্গল মন ভরে যারে কর বিদ্রুপ
চিরন্তন সে যে তোমার মাতৃরূপ।


মাতৃদুগ্ধের ঋণ কে শোধিতে পারে
অসুরের চোখে তোরা দেখিস যারে
লজ্জায় অবনত বিশ্বস্রষ্টার শির
ঘোর অভিশাপ মহিয়সীর নয়নের নীর।


নিয়ন আলোয় চাদরে মোড়া ঢাকা কিংবা দুপুর
স্মৃতিভ্রষ্টা যুবতীর লাশের খন্ডচিত্র আর কয়েকটি কুকুর
ছিঁড়ে খায় ছিঁড়ে নেয় চলে গন্ধকের উল্লাস
পুলিশ ট্রাফিক হতে পারে চাইতে পারে হিমবিলাস।


পুরান ঢাকা আরো পুরোনো হয় বয়ে যায় সময়
এখানে শুধু অন্যায় হয় প্রতিবাদ নয়
অলিতে-গলিতে,মার্কেটে-গাড়িতে মায়েদের অপমান
ক্ষমা করবেনা তোমার মাতা তুমি যার সন্তান।