মৃগতৃষ্ণিকায় আমার প্রেম ধরেছে ধন্য প্রবাস
উত্তপ্ত রোদ নয়, এ যে স্বর্নকমল আভা!
কিসের সন্দেহ, কিসের ধাঁধা,কেন উপহাস?
বালুকায় গড়া অট্টালিকার শোভা।


চতুর্দিক আমার রাজত্ব যত ধরে রাখি
কে বলেছে,চোখের ক্ষিধে মিটবেনা নাকি?
এ প্রান্তর জয়ী মোরে করেছে নিরন্তর
বেদুঈন নই তবু সাজিব,বাঁধিব যে ঘর।


ছেড়েছি যে দেশমাতৃকা, ছেড়েছি যে স্বজন
ভাবনা নয়,এ শিহরন নয় মনোরঞ্জন
এ প্রেমেতে মজি হয় যদি মহাপাপ
হব মহাপাপী তবু ভালোবাসি প্রখর উত্তাপ।
পাই যদি ধিক্কার, না লাগবে গায়
হয়েছি উন্মাদ যেন এই সুন্দরসম প্রায়।


মৃগতৃষ্ণিকায় আমার প্রেম ধরেছে
মরুভূমি আমায় বিবাগী করেছে
উটের দল ঐ পাখি হয়ে উড়ে যায় সাঁঝে
প্রেমাতুর হৃদি নির্বাক এই সাহারা মাঝে।