ভয়ানক মিথ্যে অথবা আজগুবি সত্য
             কে কারে কি শুধাবে
মর্মার্থ নেই নাকি আছে
            সংশয় নিয়ে যায় পাঠক শুভ্রতায়।


আজব দেশের গল্প চলে হাসি-কান্নার মাঝে
            দুর্বোধ্য শর সন্ধান করে সব মহারথী
কারো মাথার উপর দিয়ে যায়
                কারো কানের নিচে বাজে ধনুকের টঙ্কার।


অবলীলায় এনজাইম ছাড়াই
               হজম হয়ে গেছে সব এমনকি সেলুলোজ
গ্যাস্ট্রিক,আলসার রোগগুলির প্রকোপ বেড়ে গেছে
                ডাক্তার নির্বাক, হয় না রোগ নির্নয়।


শিশু ফোকলা দাঁতে হাসে
         রম্য যে লাফিং গ্যাস, হাসির উদ্রেক করে
মাথাভর্তি কোঁকড়া চুল নিয়ে বিজ্ঞানী মাথা চুলকায়
         লজিক উল্টোপাল্টা লাগছে,এক্সপেরিমেন্ট করে লাভ নেই।


দুই এক চরণে প্রেমে পড়ে রমনী শুধায়
          কবি,তুমি কে?তুমি কি?
কবির মাতাল হৃদয় উদাস হয়ে উত্তর দেয়
          'প্রভাতে অস্তমিত রবি,তার নাম কবি'।