রাতভর উন্মুক্ত নয়নে স্বপ্নরা সাজে
                            বলি না সে কথা লাজে,
ভেবে ভেবে চঞ্চল হৃদি পুনঃ পুনঃ শিহরিত
                            পূর্ণ হলে যবে ত্রিভুবন মুখরিত।


কর্মের কিবা প্রয়োজন যেথা ধর্মের জয়
                             বীরের আবার কিসের ভয়?
এক লম্ফে দেব পাড়ি সাহিত্যের সাগর
                             পারলে ডাকিস আমায় 'বাঁদর'।


কলম ধরে ঘুমের ঘোরে লেখি 'নয়-ছয়'
                             না বুঝে অজ্ঞকবি কয়,
'ফাগুনের বৃষ্টি অন্যরকম ভোর
                             সাধু চুরি করে, পাহারা দেয় চোর।'