রফিক,সালামের বুক চিরে
জব্বারের আত্মত্যাগে,বরকতের শেষ নিশ্বাসে
মায়ের ভাষা পেয়েছি ফিরে
শ্রদ্ধা জানাই ভাষার তরে শহীদ হওয়া আমার ভ্রাতারে।


মায়ের ভাষা,প্রাণের ভাষা
সকল বাঙালির বাঁচার আশা
কারা তোরা?নপুংশক,অত্যাচারী
কেড়ে নিতে চেয়েছিলি মাতৃভাষা
বাঙালির;ওরে ব্যভিচারী,
বাঙালি বাঁচে না কভু কাউরে ডরি!
মৃত্যুকূপে বসে ওরা গায় বাংলায় গান
অগ্নিকুণ্ডে বসে ওরা উড়ায় বিজয় নিশান
ওরা যে বাংলামায়ের সন্তান।


ওরা অকুতোভয়,ওরা নির্ভীক
ওরা দুঃসাহসী,ওরা সৈনিক!
ওরা কামানের গোলা,ওরা জ্বলন্ত বারুদ!
ওরা তীক্ষ্ণ তরবারি,ওরা সত্যের দূত।
ওরা সহ্য করে না মায়ের অপমান
ওরা যে বাংলামায়ের সন্তান।


মিছিলে চালিয়ে গুলি ওরে শত্রু! হায়েনার দল,
মৃত্যুর ভয় কারে দেখাবি বল?
অমর সন্তানে মরণের ভয়,দেয় না কোন ফল।
অক্ষত আজো 'বাংলা',আমার ভাইয়ের রক্তদানে
বীর বাঙালি মায়ের সম্মান ছিনিয়ে আনতে জানে।
ওরা মায়ের তরে হাসতে হাসতে জান করে কোরবান
ওরা যে বাংলামায়ের সন্তান।