ভয়াল কালো রাত,হায়েনার হত্যাযজ্ঞ
আমি ভুলি নি,আমি ভুলি নি ২৫শে মার্চ।
অসহনীয়,নির্মম 'অপারেশন সার্চলাইট'
অসহায় বাঙালির পাশে নেই কেউ
মৃত্যুপুরী হল ঢাকা শকুনের রোষানলে
দেয়ালে রক্তের দাগ,প্রতিটি ইটের কান্না
কেউ দেখতে আসে নি,কেউ শুনতে চায় নি।
গণহত্যা!বন্য শিকাড়ীর হাতে পাখির মত মানুষ হত্যা-
চোখে আনে জল আর প্রতিশোধের লেলিহান শিখা।
শত্রুরা বন্দি করে নিয়ে গেছে বাংলার প্রাণভোমরা,
বাঙালির নয়নের মনি,বাঙালি জাতির পিতাকে।
পিতার বন্দিদশা সন্তানের বুকে জ্বেলেছে আগুন
পিতার বজ্রকণ্ঠ ঘরে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছে,
যুদ্ধযান নেমেছে ২৫শে মার্চের প্রতিশোধ নিতে।
অবশেষে এক ভয়ানক যুদ্ধ!মুক্তিযুদ্ধ!
লাখো বাঙালির আত্মত্যাগে আর বীরত্বে
অগনিত মা-বোনের সম্মানের বিনিময়ে
আমরা পেলাম অনেক সাধের স্বাধীন বাংলাদেশ ।
বিফল হয় নি অপ্রতিরোধ্য বাঙালির রক্তদান
স্বাধীন বাংলার পতাকা উড়াই দেখ রে পাকিস্তান।