ক্লাউনদের মঞ্চে দাঁড়িয়ে- তুমি উচ্চারণ করো কবিতা এবং যেসকল শব্দ-
যেসকল স্বপ্নের কথা বলো-
তোমার সমস্ত চিৎকার বা প্রতিবাদ যা সত্যের মতো তীক্ষ্ণ 
তাদের থামিয়ে দাও এবার। বন্ধ কোরে নীচে নেমে এসো
আরো নীচে যেখান থেকে তোমার দৃষ্টি, তোমার স্বকীয়তা
মাটি ভেদ কোরে ওপরে উঠতে না পারে।
এ বড় সার্কাস সময় এখন। 
এখানে, তাবুর ভেতরে যারা থাকে
সত্যকে ট্যাবু মেনে চলা শিক্ষিতমহল 
ভীষণ কৌতুকপ্রিয়, প্রমোদমত্ত ক্লাউনের দল।
যেসব সত্য তাদের শোনাও, এবং শুনিয়ে যাচ্ছো দীর্ঘকাল
এখন, এই মুহূর্ত থেকে থামিয়ে দাও। এসব বন্ধ করে নীচে নেমে এসো
প্রথমে উপেক্ষা করো, অস্বীকার করো সমস্ত জানা বিষয়
তারপর শব্দের যাদু এবং যা কিছু জানো-
ভুলে যাও।


এ বড় সার্কাস সময় এখন।
এখানে সত্য নিষিদ্ধ।
কবিতা নিছক ভাঁড়ামি।