“ঐ রুপে পুড়ে যায় চোখ”
------------কাল্পনিককবি


ঐ রুপে পুড়ে যায় চোখ
পুড়ে যায় শহর
হিংসায় গোলাপ
ইর্শায় প্রভাত
তৃষ্ণায় আমি কবি
ভাষাহীন নির্বাক।


গোলাপী ঠোটঁ, না গোলাপ
কে বেশি মধুর, করি অস্থির বিলাপ
কুকিল কন্ঠি, নিয়ে মুক্তা হাসি
মেঘকালো কেশখুলে, নুপুরের বাশিঁ
উড়ন্ত মন বলে- ভালোবাশি।


তৃপ্তি , তপ্ত করি আখিঁ
উঠানে বইসা ভাবি
নাইবা হও সঙ্গীনি
আসো আলীঙ্গনে
নির্বোধ যাতনা, স্তম্ভী বাসনা,
মিটিয়ে শান্তকর
অশান্ত স্মৃতি।


তাং : 17-03-2023