এই শ্রাবণে তোমাকে পেতে চাই
পেতে চাই আরো আপন করে
যে ভাবে মেঘ প্রকৃতিতে মিশে যায়
নিঝর ধারায় অশান্ত বর্ষনে।


জমে থাকা ক্ষোভের পাহাড়ে
যে ভাবে আছড়ে পরে মেঘের তীর
সেভাবেই তোমর অভিমানের পাহাড়ে আছরে পরবো।


শ্রাবনের বর্ষনে দুজনে ভিজবো
মনে জমে থাকা আগ্নেয়গিরির ন্যায়
ক্ষোভকে শান্ত করতে।


এই শ্রাবণে তোমাকে পেতে চাই
পেতে চাই আরো আপন করে
যে ভাবে প্রকৃতি শ্রাবনের অপেক্ষমান চাতক
তেমনি আমিও তোমার স্পর্শের চাতক।