আমি আমার একতারাটা
হারিয়ে ফেলে খুঁজছি আবার
শহর মাঝে।


ছন্নছাড়া এই জীবনে
আর কি আছে আর কি আছে
বল আমারে।


শিশির ভেজা একটা শহর
কোন সে বটের ছায়া তলে
দাঁড়িয়ে আছে?


সভ্যতা সে হাত ছানি দেয়
ট্রাম লাইনের অনুরণন
বুকের মাঝে।


আলতো করে তুলে ধরা
আবেগঘন শিশির কণা
তীক্ষ্ণ চোখে।


একটা প্রেমিক শেষ বিকেলে
রঙের নতুন আলো খোঁজে
ফেরির ঘাটে।।