স্বেচ্ছায় ভুলে থাকা স্মৃতিরা
ভিড় করে একে একে।
নতুন রসে চোবায় ভাবনাগুলোকে,
নাড়াচড়া করে থেকে থেকে।
চিন্তাগুলো সব যায় গুলিয়ে,
আটকে আসে মুহূর্তে দম।
অবসরযাপন বড্ড কঠিন-
অবসর- বড়ই নির্মম।


পুরনো কাদা ঘাঁটাঘাঁটি চলে,
চলে নতুন আদবে ঘটনা সাজানো।
চরিত্রদের হাতবদল হয়,
অনবরত পাল্টায় রং মাখানো।
সাদা-কালো হয়,  কখনো রঙিন;
ইতিহাসেও চাপে ঢং।
অবসরযাপন বড্ড কঠিন-
অবসর- বড়ই নির্মম।


দোষারোপ চলে প্রতিনিয়ত;
নিজেকে দাঁড়িপাল্লায় রেখে।
কখনো ওজন বাড়ে, কখনো কমে;
অতীত বাটখারায় মেপেজুকে।
সময় হয় বেহিসাবী,
হঠাৎ বুঝি লাগে গরম।
অবসরযাপন বড্ড কঠিন-
অবসর- বড়ই নির্মম।