দুঃস্বপ্নের কুয়াশারা চাদর জড়িয়ে
কখন ঢেকে দিয়েছে শহরটাকে ঠাহর হয় নি ।
সবাই যেন ঘুমিয়ে পড়েছে ওষুধ খেয়ে।
অনেক জিজ্ঞাসা বুকে নিয়ে তারা স্তিমিত ।
অবশেষে ধোঁয়ার কুন্ডলী গ্রাস করলো আমাকেও।
সঁপে দিতেই হত; তবে-
না! আজ আর মুখোশ পড়লাম না,
ছবি তুললাম।
জানি সব আবছা আসবে,
সব অস্পষ্ট আসবে।
তবুও তুললাম ।
কালো দেখতে দেখতে অরুচি ধরে গেছে;
তাই আলোর ছবি তুললাম।