পাহাড়ের কোলে যেখানে মেঘেরা এসে মেশে
সেইখানেতে তোকে নিয়ে ঘর বাঁধবো।
কুয়াশা এসে জড়িয়ে নেবে তোকে,
বৃষ্টিরা করবে
তোর সঙ্গে লুকোচুরি খেলা
ছায়াপথ এঁকে দেবো তোর চোখে।


জঙ্গলের বুকে যেখানে ভালবাসা হয় গাঢ়
সেইখানেতে তোকে নিয়ে বাসা খুঁজবো।
ঝিঁঝিঁদের সানাই চলবে তোকে ঘিরে,
প্রজাপতিরাও মেলবে
তাদের ডানা
জোনাকিরাও স্বপ্ন দিয়ে যাবে ফিরে ফিরে।


সমুদ্রের আসমানিতে যেখানে মেশে লাল
সেইখানেতে তোর চোখে আদর সাজাবো।
মুক্তো ঝিনুক গয়না হবে তোর।
হাজারো ঢেউ
ছুঁয়ে যাবে তোকে-
সোহাগে সোহাগে কেটে যাবে ভোর।


রুক্ষতার বুকে যেখানে ফোটে ছোট্ট কোনো ফুল
সেইখানেতে তোর বুকেতে শ্বাস নেবো।
দুঃখগুলো সব ছিঁড়ে ফেলবো একে একে।
পাথর করেছে
যেসব ভাবনারা সব-
মুছিয়ে দেব ভোরের আলো মেখে।