আজ আকাশ জুড়ে তারাদের ভায়োলিনে
বিষাদের সুর।
অনেক তারাই খসে গেল
অনেক উল্কাই জ্বলে গেল
অনেক ইচ্ছেই উবে গেল কর্পূরের মতো-
কী জানি কী হল!
কোন অসুখে সময় পুড়ছে
দাবানলের তালে;
সর্বগ্রাসী ধ্বংসের লীলায়!
চাঁদও বুঝি চাদর টেনেছে
এক লহমায়
আমি বসে দেয়ালে আঁচড় কাটি,
ক্যালেন্ডার পাল্টাই।