ঈশান কোনে দেখেছিলাম এক জ্বলন্ত ফানুস।
অতি উজ্জ্বল, মনোমুগ্ধকর! অতীব সুন্দর!
নীলপাতার আকাশ ছিঁড়ে উড়িয়েছিলে তোমার জয়ধ্বজা।
বুঝেছিলাম,
যেসব আশারা অকালেই ফুরিয়ে যায়,
যেসব স্বপ্নরা বাস্তবেই হারিয়ে যায়,
যেসব অস্তিত্বরা যায় কেবলই মুছে,
যেসব ব্যথারা ভুলেও যায় না ঘুচে-
তাদেরই প্রতীক তুমি।
অনেক অপূর্ণ মানতের জঞ্জাল তুমি;
অনেক না পাওয়ার  বেদনাও।
দাঁতে দাঁত চেপে যারা লড়েছিল,
কাঁধে কাঁধ মিলিয়ে যারা চলেছিল,
তাদেরই অব্যক্ত স্পর্ধা তুমি।
তুমি অবিচল।
তুমি আছো বলেই,
বিশ্বাস আছে।
সাধ আছে।
তুমি আছো বলেই ঈশান কোনে তাকাই-
সূর্যাস্তের পরে।