উদ্বৃত্ত মুহূর্তের অসহায় গুমরানি
ও চাপা বার্ধক্যের কিছু কথা-
পিঁপড়ের ভিড়ে নিয়মিত সৈনিকের
রোজনামচার কিছু ব্যথা-
সেরে উঠুক।


পাপোশে আটকানো অপমানরাশির
দলাপাকানো আবেগের ছন্দ-
লেলিহান শিখা আত্মগ্লানিদের
কুঁড়ে কুঁড়ে খায়, যে দ্বন্দ্ব-
সেরে উঠুক।


সেরে উঠুক-
সকল ব্যাধি,
বিষাক্ত চুম্বন উপেক্ষা করে।
সেরে উঠুক-
মুহূর্তরা সব,
অভিশাপের কবর খুঁড়ে।