পৃথিবীটা হয়তো এভাবেই শেষ হয়ে যাবে-
এভাবেই শেষ হবে অকাল বার্ধক্যের ভারে।
হয়তো এভাবেই জীবনগুলো ঝরে যাবে ঝড়ে-
এ দল-ও দল আর চকচকে রাজনীতির মারে।


হয়তো এভাবেই চলবে রঙিন সাহায্যের বিজ্ঞাপন!
চলবে এভাবেই ঠিক পাশে থাকার দৃঢ় আশ্বাস।
খাতের টাকা দেখো ঠিক ঢুকে যাবে খাতে-
ফটো উঠবে কিছু ; আর কিছু পড়বে বেনামী লাশ।


সমাজটা বুঝি একদিন এভাবেই শেষ হয়ে যাবে-
এভাবেই শেষ হবে সীমাহীন নির্বুদ্ধিতার ফলে।
চলবে পূজো, মন্নত আর যজ্ঞ
শিক্ষা যাক না চুলোয় আর জলে।


হয়তো এভাবেই শিরোনাম উঠবে একে একে-
সেজে গুজে বসবে এক্সপার্ট প্যানেলের সারি।
ব্যথারা কিন্তু সেই খালি পায়ে পথে
রক্তবমি সঙ্গী তাদের; ফিরছে তাঁরা বাড়ি।


পৃথিবীটা বুঝি এভাবেই শেষ হয়ে যাবে-
একটি প্রজাতির নিয়মমাফিক, ব্যকরণ মানা স্বার্থে-
দরিদ্র্যের স্বপ্ন, স্বপ্নই রয়ে যায় শুধু
শতাব্দীর আলো নিভে যায় তাদের গর্তে।