অনেক কিছু করার থাকে, কিন্তু করা যায় না।
অনেক কিছু বলার আছে,কিন্তু বলা যায় না সমাজের তাড়নায়।
অনেক কিছু ভাবার আছে, অথচ ভাবতে গেলে পিছন থেকে কেউ যেন টান মারে। এমনই শত ভাবনা, হাজারো নতুন কিছু করার পরিকল্পনা নিয়ে সবাই হারিয়ে যায় সমাজের আবহমান সোতে।


যার কিছু বলার আছে তার ভাষা ছিল, ভঙ্গিমা ছিল,অথচ ছিল না পূর্ন স্বাধীনতা।
বলতে গেলে দেশদ্রোহী আখ্যা নিয়ে অন্ধকার ঘরে কাটবে দিবা রাত।
যার কিছু করার পরিকল্পনা ছিল সে অবশ্যই করত,
কিন্তু তাকেও হতে হবে ভিঞ্চির মতো দেশত্যাগী।
তাই আধুনিক যুগের মনিষীরা প্রতিভাকে গোপন রেখে তৃনখন্ডের মতো ভাসতে থাকে কলঙ্কিত সমাজের আবহমান সোতে।