জ্বলছে আমাজন
কল্যাণ চক্রবর্তী


জ্বলছে আমাজন পুড়ছে আমাজন মরছে পশু ও পাখি
মেদিনী সেথায় গিয়েছে ঢেকে আকাশ মুদেছে আঁখি
অম্লজান হারিয়ে আমাজন এখন ছাড়ছে শুধুই কার্বন
প্রকৃতি যেন জাহান্নামে পুড়ছে থেমে গেছে সব পার্বন
শ্রমজীবী সব হারিয়েছে পথ শকুনের নিশানায় পড়ে
মধুর চাক ছাই হয়ে গেছে মধুপোকা গিয়েছে মরে
হুতাশন আজ বেপরোয়া হয়ে করে যায় বন উজার
কে থামাবে তার যাত্রাপথ কার আছে কাধে শক্ত ঘাড়
আমাজন ছিল ফুসফুস ধরার দিয়ে যেত প্রাণের বায়ু
মানব মানবীর সুখের আঙ্গিনায় বেড়ে যেত পরমায়ু
দায়িত্ব এখন বেড়েছ ধরার লাগাতে হবে গাছ
রূপের ব্যঞ্জনায় গড়বে বিশ্ব বাড়বে শরীরের ভাঁজ
আগুনের জিহ্বা লকলক করে গড়ে যায় মরুভূমি
কতো জল ঢালে শান্ত হয়না এগিয়ে যায় বন চুমি
ব্রাজিল ফুটবল কিক নাহি দেয় বিশ্বও থাকে নীরব
কথার যাদুতে ভরেছে পাতা শুনেনা কান্নার কি রব
আমাজন তুমি মহিয়সী হয়ে পরো নিজে নিজের ঘোমটা
বেঁচে যাক ধরা পেয়ে যাক প্রাণ সুখে থাক দুঃখী মনটা।
০৩.০৮.২০১৯