চেনা শব্দ


সব শব্দই বহু ব্যবহৃত, মানুষের মতো ;
নিজেকে প্রমাণ করার লড়াই প্রতি মুহুর্ত
পুরনো ওয়াইন ও নতুন বোতল,
চেনা শরীরেও অদল বদল...
শব্দরা ঘুরে ফিরে নানা ভোল পাল্টায়,
অলঙ্কৃত বাক্য নতুন পসরা সাজায়।


তীরের মতই শব্দ ফেরানো বড়ই দায়,
ঠিক যে ভাবে অভিমানী প্রিয় ছেড়ে চলে যায়....
রোজ ওঠাবসা শব্দে মানুষে,
ভালোবাসা হয় ক্লিশে...
তবু, হঠাৎই অমোঘ শব্দ যখন দুহাত বাড়ায়,
প্রেম,প্রীতি,সুখ,স্পর্শ, চাহনি প্রাণ ফিরে পায়!


কল্যাণী ঘোষ
২১ শে ফেব্রুয়ারী, ২০২০


#chooseyourwords