এলোমেলো দিন


যত্নে রেখেছি সুখের চাবিকাঠি
লুকোনো স্মৃতির জং ধরা তালাটি
ইচ্ছে হলেই তলিয়ে যাওয়া টুক
ডুব সাঁতারে ভালোলাগা এক বুক।


খেয়াল খুশীর বাঁধন হারা দিন
সম্পর্কে বেড়ে ওঠা যত ঋণ,
কাছাকাছি তবু হাজার মাইল দূর
হাওয়ায় ভেসে ছুঁয়ে যাই রোদ্দুর।


নির্ঘুম চোখে দুঃস্বপ্নের ভীড়...
মন ছুটে চলে, অবশ এ শরীর;
ভালোবাসাহীন কেটে যায় কারাবাস
ভারী হয়ে আসে নির্গত নিঃশ্বাস!


কলজেটা ছিঁড়ে উপড়ে নিচ্ছে কেউ
একটা একটা পেরিয়ে চলেছি ঢেউ;
অসম লড়াই নিক শুষে সব রস
(শুধু) রং হয়ে তুই সাদা ক্যানভাসে ভাস।


চোখের সামনে খোলা একখানা বই
এই ছিলো মনে, এই হারালাম খেই...
দেয়ালে দুলছে আমার ক্যালেন্ডার
আজ শনি নাকি আজকেও রোববার?


কল্যাণী ঘোষ
২৪শে এপ্রিল, ২০২০


#marchmemories2020