জীবন


সাফল্যের মাপকাঠিতে জীবন মাপো?
ব্যর্থতাই তো চেনায় জীবন, একটু ভাবো।
চিবুক উঁচু এগিয়ে চলা দৃপ্ত পায়ে
লক্ষ্যভেদী দৃষ্টিটাকে খুব শানিয়ে
তোয়াক্কা নেই ফলের আশায়
হারি জিতি কি আসে যায়, কি আসে যায়!


চলার পথে বন্ধু অনেক আসবে যাবে
কেউ শেখাবে বাঁচতে আবার কেউ কাঁদাবে
মন্দ ভালো দুয়ের মিশেল কুড়িয়ে নিয়ে
সোনার মাঝে খাদটি যেমন রয় ঘুমিয়ে
তেমনি করেই আড়াল করে সকল কালো
জীবনটা কে বাসরে ভালো, বাসরে ভালো।


সহজ কঠিন অনেক লড়াই শেষের পরে
উজান বেয়ে তরী এসে ভিড়বে তীরে
ইচ্ছে তখন পুরনো দিন ফিরে পেতে
বর্তমানই এক লহমায় যায় অতীতে
হারিয়ে গেলে আসবে না কাল আজকে ফিরে
বাঁচতে হবে "এখন" টাকেই মুঠোয় ধরে,মুঠোয় ধরে।


কল্যাণী ঘোষ
২৭ সে জানুয়ারী,২০২০


#liveinthemoment