প্রাকৃত


একটা দুপুর মনের গভীর টুপটাপ সুর
আবছা আলো, ছায়া ঘেরা এ কোন মায়াপুর
হাতে রেখে হাত কতশত আজগুবি ফিসফাস
সাক্ষী রয়েছে দেবদারু আর অজানা বাতাস।


জমে থাকা জলে ডুব দেয় দুটি রবিন পাখী
মনের কথাটা পড়ে নিতে অতি দ্রুত চোখাচোখি
কথার আওয়াজে যদি ভেঙে যায় এই মায়াজাল?
অবশ শরীর অসম্ভবের নেশায় মাতাল।


কালো মেঘে ঢাকা অবুঝ সবুজ ঝোপ জঙ্গল
ওইখানে বুঝি ধুয়ে যায় তার চোখের কাজল
এক নিমেষেই লেখা হয় মিঠে কাব্য কাহিনী
ওরা ভুললে ও মনে রেখে দেবে দরদী বনানী।


কল্যাণী ঘোষ
১৫ই মার্চ, ২০২০


#alovestory2020