রয়েছ মননে


কবি ছাড়া এই দুচোখে এ মনে
আর কারো নেই ঠাঁই...
যা যা মনে ভাবি বহু বহু আগে
লিখেছেন কবিতায়।


গল্প বলতে শেখালেন তিনি,
খুঁটিনাটি বর্ণনা...
কালজয়ী লেখা, কাটাকুটি আঁকা
শব্দেরই আলপনা!


গীতিনাট্যের কথা ও কাহিনী
সঙ্গীত রস সুধা...
মজেছে পৃথিবী ভরেছে হৃদয়
মিটেছে মনের ক্ষুধা।


মনিপুর থেকে নিয়ে এসেছেন
মোহন নৃত্য ধারা,
দেশপ্রেমেও মাতালেন জাতি
ভাঙলো মনের কারা।


ব্যক্তিজীবন ক্ষতবিক্ষত
লেখা পড়ে বোঝা ভার,
প্রিয়বিয়োগে শাণিত হয়েছে
কলমের তরবার।


জালিয়ানওয়ালা ক্রুদ্ধ করেছে
ব্রিটিশ দেখেছে রাগ,
তীব্র ভাষায় প্রতিবাদী চিঠি
নাইট উপাধি ত্যাগ।


কিশোর সে মুখ, গভীর দৃষ্টি
কি যেন খুঁজে বেড়ায়,
শ্যাম রাধিকার প্রণয়ের কথা
ভানুসিংহ গায়।


রয়েছ এ মনে অনুভবে আর
প্রেমের লুকোনো গোপনে,
প্রতিদিন আমি হে জীবন স্বামী
মাথা নত করি চরণে।


সমাপ্ত
কল্যানী ঘোষ
৮ই মে, ২০২০