নারী
এবার ফেরো তুমি, বাড়াও সেই হাত
জীবন ভীষণ এলোমেলো
বিনি সুতোয় গাঁথব এবার রাত

ফেরো যদি

অবাধ্য সব ইচ্ছেগুলো খাঁচা খুলে উড়িয়ে দেবো
দগ্ধ প্রহর আলতো হাতে কোমল নীল ফ্রেম বানাবো
জ্যোৎস্না রাতে গুনগুনিয়ে তোর প্রিয় সব গান শোনাবো
শরীরে তোর গন্ধ মেখে পারফিউমের বোতলগুলো ছুড়ে দেবো, ছুড়ে দেবো

শিরায় শিরায় আতশবাজির ভীষণ রঙিন হাট বসাবো
উজান নদীর খরস্রোতে যুগল মাছ-সাঁতার হবো
বিসমিল্লাহ্‌ খাঁ’র সানাই হয়ে গাঢ়-গভীর ঘুম পাড়াবো
হেমলকের পাত্রটাকে ভুলেই যাবো, ভুলে যাবো

সাগর সেঁচে এ জীবনের তৃষ্ণা-জ্বালা সব মিটাবো  

নারী, এবার ফেরো
কথা দিলাম
রাত বিরাতে বুনো থাবার শিকার হবো, শিকার হবো

ফেরো যদি

কোমল পেলব ঘন সরের এক পেয়ালা জীবন হবো
জীবনটাকে ভালবেসে আর কারও নয় তোরই হবো, তোরই হবো

___
কামাল হোসেন
দি হেগ, ৩ ফেব্রুয়ারী ২০১৬