গহীনে ঢেউয়ের প্রাণ
দোদুল্যমান গাছে গাছে শ্যাওলায় ঘাসে
জলজ ঘ্রাণে
খেলা করে
খেলা করে অন্তহীন মাছেদের পাখনায়
লাল নীল হলুদ, আরও বাহারি কতো রঙে –  
আমাদের মাছ হবার কথা ছিল


হায় কথা!
কোথায় হারালে তুমি
অনুক্ষণ খুঁজে ফিরি এখানে সেখানে
পথে-ঘাটে, গমগমে ষ্টেশনে
নিঃসঙ্গ জানালায়
রাত্রির অন্ধকারে ঘুম না আসা আঁধারে
কোথায়ও পাইনা খুঁজে
তবে কোন ভারে, কোন বোঝা বুকে নিয়ে
ন্যূব্জ দেহে হেঁটে যাই
হেঁটে যাই হেঁটে যাই
হেঁটে হেঁটে যাই অতলের অমোঘ টানে
গহীনে অন্ধকারে –
সেখানে যেতে হবে একদিন  
সেখানে যেতেই হবে একদিন  


তবে কি কথারা সেদিন ভাসবে, খেলা করবে
অপূর্ব সব রঙ বুকে নিয়ে অতলে অতলে –
আমাদের মাছ হবার সাধ মিটবে সেদিন
তবে কি কথারা সেদিন উড়বে আকাশে
নীল রঙ চোখে মেখে বন্ধনহীন –
আমাদের পাখি হবার সাধ মিটবে সেদিন


আমাদের আরও কতো সাধ ছিল
মিটবে সেদিন সব!
_________________________________
কামাল
দি হেগ, ১৩ মে ২০১৪