শেষ বিকেলে
রোদের সোনালী রেণু জলে
খেলা করে জলের কাঁপনে
হাঁসেদের লোমশ ঘ্রাণে-উষ্ণতায়


এইসব জলের কাঁপন, উষ্ণতার ঘ্রাণ
নেমে যাবে সন্ধ্যার আঁধারে-গহ্বরে
হারাবে অতলে


হবে অবসান


কাল ফের নতুন ক্যানভাস -  
নতুন রঙ
নতুন আলোক
নতুন ঘ্রান
নতুন উষ্ণতা
_________________________________
কামাল
দি হেগ