টাকার ঘ্রাণে বদলে যায় মন,
বন্ধুত্ব, ভালোবাসা হয় বিলীন তখন।
চোখের চেনা চেহারাগুলোও
অচেনা মুখোশে সাজে প্রতিক্ষন।
মানবতার গান থেমে যায় হঠাৎ,
শুনতে পাই না আর মমতার আভাস।
টাকার মোহে হারিয়ে যায় বিশ্বাস,
আত্মা বিকিয়ে দেয় অনায়াস।
বাবা মাকে ভুলে যায় যারা,
এক চিলতে স্বর্ণের লোভে কাঁদে ধারা।
বন্ধু হয় শত্রু, ভাই হয় দূর,
সবই চলে হিসেবের ঘোরতর ছুর।
টাকার ঘ্রাণে গন্ধ নেই মায়ার,
সেখানে শুধু হিসেব, লাভের খায়া।
মানবতার লাশ থাকে পড়ে,
নোটের বান্ডিলে ঢেকে দেয় চোরে।
টাকার ঘ্রাণে গলে যায় লজ্জা শরম,
অমানুষ হয় মানুষ, তবুও ধরম ধরম!
যদি ভালোবাসা মাপে টাকা দিয়ে,
তবে হৃদয়ের মূল্য আর কত থাকে বলো নির্ভয়ে?