তাহলে কি স্থির হবে বাতাস এবার? পারবো না নিতে শ্বাস
বাতায়ন খোলা রাখবার
পরেও বারবার।
ডাঙায় তোলা মাছের মতোই খাবি
খাব -
শেষ পর্যন্ত!


দূর্বিনীত!
তোমার শীতলতম নীরবতার আঘাতে
জীবনের রঙিন কাব্যগুলোয় শুধুই
নীলের রাজত্ব
আজ!


সকাল দুপুর সাঁঝ -
প্রতিটি সময় প্রতিটি ক্ষণ,
যন্ত্রণার ঘুণেপোকা কুরে কুরে খায়
হৃদয় আমার!
তাড়নায় তোমার!


ফুলের বাহার কিংবা বিস্মৃত আঁধার,
নূপুরের ঝংকার নিংড়ে নেয়
রঙের বাহার,
কোল থেকে ধরণীর;
তাই তো -
নত শির!
সন্তর্পনে কেঁদে যায়
হৃদয়-
শতবার!