চাঁদের সাথে করেছ রাগ
স্বপ্নগুলো তেমনি থাক
- অপূর্ণ !
তেমনি থাক!
থাকবে তেমনি? তারাজ্বলা রাত,
হাতে রেখে হাত?  
নিদ্রাহীন ক্ষণ
অপেক্ষা আমরণ।  
যখন যেমন,
তবু অন্ধকার আঁকড়ে - -- বিষাদ ভ্রমণ।
হয়তো অযুত বছর এভাবেই
চলবে যন্ত্রণার সাথে নিরন্তর আলাপন।


মলিন চাঁদ নয় ভ্রমর মন
ছুঁয়েছে তোমায়, করেছে মুগ্ধ
কেড়েছে হৃদয়,
হায়! বৃথা যায় তবে  
অনেক ব্যথার কান্নার ঢল।
নক্ষত্র গুলো নিভে গেলে যেমন
নামে আঁধার চরাচরে,
যেমন করে  নিঃস্ব স্বপন যায় হারিয়ে
বেদনার বালুচরে।


তবুও বাগানে ফোটে ফুল
ওঠে চাঁদ, জাগিয়ে রাখে সারারাত গন্ধ দ্যোদুল।
মেঠো পথ ধরে
ছুটে যায় অবুঝ স্বপ্ন সাজাবে বলে,
পুরনোকে নূতন করে।
...